ম্যাচ হেরে লিগশিল্ড জয়ের রাস্তা কঠিন সবুজ মেরুনের

0
25

ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি-র কাছে হারের ফলে যে লিগশিল্ড জয়ের রাস্তা আরও কঠিন হয়ে গেল, তা স্বীকার করে নিল সবুজ-মেরুন শিবির। চলতি লিগে তাদের আর মাত্র তিনটি ম্যাচ বাকি, যার মধ্যে একটি শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে। এই তিনটি ম্যাচেই না জিততে পারলে মোহনবাগানের লিগশিল্ড জয় অধরাই থেকে যাবে। দলের সহকারী কোচ মানুয়েল পেরেজ বলেন, ‘অবশ্যই শিল্ড জয়ের রাস্তা আমাদের আরও কঠিন হল। আর তিনটে ম্যাচ বাকি আছে আমাদের। এই তিন ম্যাচে আমরা নয় পয়েন্ট পেলে চ্যাম্পিয়ন হতে পারি। তার মধ্যে তিন পয়েন্ট মুম্বইয়ের বিরুদ্ধেও পেতে হবে। রাস্তাটা কঠিন কিন্তু অসম্ভব নয়’।  বিরতিতে এক গোলে এগিয়ে থাকা সত্ত্বেও জয়ের হাসি মুখে নিয়ে মাঠ ছাড়তে পারেননি আর্মান্দো সাদিকুরা। ম্যাচের শেষ ২৫ মিনিটের মধ্যে তিন-তিনটি গোল করে তাদের লিগশিল্ড জয়ের স্বপ্নে বড়সড় আঘাত হানে বাংলার এক ঝাঁক ফুটবলারকে নিয়ে গড়া ওয়েন কোইলের দল চেন্নাইয়িন এফসি। প্রথমার্ধে দাপুটে ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে খেলা থেকে ক্রমশ হারিয়ে যায় মোহনবাগান এবং ম্যাচের শেষ ২৫ মিনিটে তিন গোল খেয়ে ২-৩-এ ম্যাচ হারে।নতুন বছরে টানা আটটি ম্যাচে অপরাজিত থাকার পর নবম ম্যাচে হারতে হল তাদের। এই আটটি ম্যাচে দলের সঙ্গে মাঠে ছিলেন আন্তোনিও লোপেজ হাবাস। কিন্তু এই ম্যাচেই অসুস্থতার জন্য তিনি দলের সঙ্গে থাকতে পারেননি। শারীরিক ভাবে এতটাই দুর্বল ছিলেন তিনি যে, হোটেল ছেড়ে বেরোতেই পারেননি। এই হারের পরে এখন দলের সব বিভাগেই উন্নতি প্রয়োজন বলে মনে করেন সবুজ-মেরুন বাহিনীর সহকারী কোচ। বলেন, ‘আমাদের সব জায়গাতেই উন্নতি করতে হবে। দল হিসেবে আমাদের উন্নতি করতে হবে। কোনও একটা কি দুটো বিষয়ের কথা বলা কঠিন। আমাদের বিশ্লেষণ করতে হবে, তার পরে সংশোধন করতে হবে। হারের দায়টা পুরো দলেরই, পুরো দলকেই উন্নতি করতে হবে’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here