বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে কবিপক্ষকে স্বাগত জানিয়ে কাব্য ও সংস্কৃতির পীঠস্থান বালুরঘাটে ঐতিহ্যবাহী রবীন্দ্র স্মৃতিচারণ কেন্দ্র “রবিনন্দন” — এর সম্পাদক শান্তনু দে ও সভাপতি সুবীর চৌধুরী এবং সংগঠনের সকল সদস্যদের পরিচালনায় চকভবানী রথতলা পাড়ায় মন্মথ নাট্য চর্চা কেন্দ্রে সংস্কৃতিভাবাপন্ন মানুষজনের উপস্থিতিতে ৮ই মে বুধবার সকালে শহরের স্থানীয় শিল্পীদের নিয়ে এক প্রভাতী রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বালুরঘাট থানা মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মুর্তিতে মালা ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে এই দিনের এই প্রভাতী রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই দিনের এই প্রভাতী রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে শহরের স্থানীয় বিভিন্ন আঙ্গিকের শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, কবিতাপাঠ ও আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠানকে সার্থক করে তোলে।
সমগ্র অনুষ্ঠানটি “রবিনন্দন” — এর সভাপতি সুবীর চৌধুরী সুন্দরভাবে পরিচালনা করেন।

“রবিনন্দন” — এর সম্পাদক শান্তনু দে ও সভাপতি সুবীর চৌধুরী জানিয়েছেন – রবীন্দ্রনাথ হলো সাহিত্য গগনের সূর্য…এমনকি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল স্তরেই রবীন্দ্রনাথের সাহিত্য প্রতিভা বিস্তার করে আছে, তিনি প্রকৃতিকেই গুরু বলে মানতেন…তিনি ছিলেন প্রকৃতির উপাসক। প্রতিটি বঙ্গবাসীর জীবনে রবীন্দ্রনাথের গুরুত্ব অপরিসীম, তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে আমরা “রবিনন্দন” — এর পক্ষ থেকে ২০০০ সাল থেকে প্রতিবছর ধারাবাহিক ভাবে প্রভাতী রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here