খাবারের লোভে বেসরকারি রিসর্টে হামলা চালয় হাতি। বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ হাতিটি চালসা সংলগ্ন টিয়াবন এলাকার একটি রিসর্টের সীমানার প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায়। রিসর্টের দুটি ঘর ভেঙে দেয়। যদি ওই রিসর্টটি বর্তমানে পর্যটকদের জন্য বন্ধ রয়েছে। রিসর্টে কোনও পর্যটক না থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

রিসর্টের মালিক শোভা লামা জানান, রাত ১১টা নাগাদ খারিয়ার বন্দর জঙ্গল থেকে একটি হাতি রিসর্টের ভেতর ঢুকে যায়। রিসর্টে দুটি ঘর ও সীমানার প্রাচীর ভেঙে দেয়। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রিসর্টের ভেতরেই ছিল হাতিটি। খবর পেয়ে ভোরে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা সেখানে আসেন। ততক্ষণে হাতিটি রিসর্ট থেকে বের হয়ে চলে যায়। বর্তমানে হাতিটি খরিয়াড় বন্দর জঙ্গলেই আছে বলে জানা গিয়েছে। চালসা রেঞ্জার প্রকাশ থাপা বলেন, গত কয়েকদিন ধরেই খড়িয়ার বন্দর জঙ্গলে আশ্রয় নিয়ে রয়েছে একটি হাতি। সেটির উপর নজর রাখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here