সাইকোলজিক্যাল থ্রিলারে বাস্তবের গল্প। পরিচালক আতিউল ইসলাম এর নতুন ছবির পোস্টারে ফুটে উঠেছে থ্রিলারের ছায়া। জুটিতে আসছে রুপ্সা মুখোপাধ্যায় ও পিয়ার খান। একগুচ্ছ তারকা নিয়ে এই ছবি। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন রুপ্সা মুখোপাধ্যায়, পিয়ার খান, খরাজ মুখার্জি, কৌশিক ব্যানার্জি, অনিন্দ্য পুলক ব্যানার্জি, হিয়া রায়, অনিন্দিতা সোম, শ্রেয়া হালদার ও অন্যান্যরা। ইতিমধ্যে শহরে হয়ে গেল সেই ছবির গ্র্যান্ড পোস্টার লঞ্চের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকূশলীরা।
শিবা মর্গের ডোমের কাজ করে, হঠাৎ ভাগ্যের পরিহাসে মর্গে নিজের প্রানের প্রিয় ভালোবাসার মানুষ উমার মৃতদেহ আসে পোস্টমর্টেম এর জন্য। কি করবে শিবা!!! অন্যদিকে শিবার জীবনের ভালোবাসার মানুষ ছিল একমাত্র উমা। অন্যদিকে পরের দিন সকালে মিডিয়াতে বড়ো খবর উঠে আসে মর্গে একটি ডেডবডিকে নৃশংস ভাবে রেপ করে। গল্প কোন দিকে যাবে এবার!!! ভালোবাসা নাকি বাস্তব!!! গল্প কোন দিকে মোড় নেবে! এই সবকিছু নিয়ে “দানব”।
পরিচালক আতিউল ইসলাম জানান “এই ছবিতে কঠিন বাস্তবকে দেখানো হবে। কাকতালীয়ভাবে ছবির সাথে কিছুটা আরজিকর কান্ডের মিল পাবে দর্শক। যদিও ছবির চিত্রনাট্য লেখা হয়েছে আরজিকর কান্ডের আগে। বর্তমান পরিস্থিতিতে মানুষ কতটা নৃশংস, সেটা উঠে আসবে এই ছবিতে। একজন মানুষ তার ভালোবাসার মানুষের জন্য কতটা বলিদান দিতে পারে সেই ছবি উঠে আসবে এই ছবিতে। ছবিতে বেশ কয়েকটি গান থাকবে। ছবির মিউজিকের দ্বায়িত্বে রয়েছেন সমিধ মুখার্জি ও দেবজ্যোতি কার । গান গেয়েছেন জাভেদ আলি, রুপম ইসলাম এর মতো গায়ক। ছবির চিত্রনাট্য লিখেছেন অনুভব ঘোষ।ছবিটি মুক্তি পাবে “মোহনা ফিল্মস” এর ব্যানারে।