কেন্দ্রীয় সরকারী সংস্থা আয়কর বিভাগ বরাবরই অফিসের অধস্তন কর্মচারীদের জন্যে নানা সমাজসেবা মুলক কাজ করে থাকে। এবার কলকাতায় আয়কর বিভাগের প্রিন্সিপ্যাল চিফ কমিশনার পশ্চিমবঙ্গ ও সিকিম রিজিয়ন এবং রেভিনিউ অফিসিয়ালস ওমেন অ্যাসোসিয়েশন বা রোয়ার(ROWA) উদ্যোগে আয়কর ভবনের অধস্তন কর্মচারীদের জন্যে অনুষ্ঠীত হল বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও চিকিৎসা শিবির।
শিবিরের উদ্বোধন করেন রোয়ার চেয়ারপারসন শ্রীমতী অর্চনা কুমার। উপস্থিত ছিলেন
আয়কর বিভাগের চিফ কমিশনার শ্রীমতী এস্থর লাল রুতকিমি, ভা.রা.সে; ও প্রিন্সিপ্যাল কমিশনার শ্রীমতী পারমিতা এম বিশ্বাস, ভা.রা.সে এবং দপ্তরের সিনিয়র অফিসার ও কর্মচারীরা।
অর্চনা কুমার বলেন, অফিসারদের পাশাপাশি আয়কর বিভাগের কাজকর্ম ঠিকমতো পরিচালনা করতে গ্রুপ সি সহ অন্যান্য অধস্তন কর্মীদেরও বিশেষ গুরুত্ব রয়েছে। তাই সকলের স্বাস্থ্যের বিষয়টি খেয়াল রাখা তাদের দায়িত্ব বলে মনে করেন। সেই ভাবনা থেকেই এই চক্ষু পরিক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন। আয়কর বিভাগের কর্মীদের জন্যে চক্ষু চিকিৎসা শিবির |